বুধবার, ৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মসজিদের ইমাম ও সভাপতির তালিকা চাইলেন এমপিরা

নিজস্ব প্রতিবেদক

প্রতিটি উপজেলায় মসজিদের সংখ্যা এবং ইমাম ও সভাপতির নামের তালিকা তৈরি করে কমিটিকে জানানোর জন্য সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে ওয়াকফ স্টেটের জমিতে অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনার সুযোগ রেখে বিদ্যমান আইনটিকে সংশোধনের সুপারিশ করেছে। এছাড়া বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে আর্থিক ও বাস্তব অগ্রগতি সমান-সমান দেখানোয় কমিটি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে। একই সঙ্গে উপস্থাপিত প্রতিবেদনে ভুল তথ্য প্রদান করা হয়ে থাকলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘অনুমিত হিসাব সম্পর্কিত’ সংসদীয় স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ। কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, এ বি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুর রহমান ও ওয়াসিকা আয়শা খান বৈঠকে অংশ নেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, ‘প্রকল্পে টাকা ও সময়ের অপচয় রোধে, জমি অধিগ্রহণের বিষয় থাকলে বড় আকারের প্রকল্পগুলোকে ‘জমির ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট, অধিগ্রহণ, মাটি ভরাট ও বাউন্ডারিসহ একটি প্রকল্প ও উন্নয়ন কাজ সম্পাদন আলাদা প্রকল্প ’ এই দুভাগে ভাগ করে প্রকল্প গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া পূর্ব দক্ষতাসম্পন্ন ব্যক্তিকে প্রকল্প পরিচালক নির্ধারণ এবং প্রকল্প এলাকায় থাকা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর