বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

আনসার বাহিনীর সমাপনী কুচকাওয়াজ

দেশ সেবার শপথ

গাজীপুর প্রতিনিধি

দেশের সংবিধানের প্রতি অটল থেকে মানুষের সেবায় জীবন উৎসর্গ করার শপথ নিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবাগত সদস্যরা। গাজীপুরের সফিপুরে গতকাল আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ৬ষ্ঠ ধাপের সমাপনী কুচকাওয়াজে এই শপথ নেন তারা। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। এসময় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক মো. সামছুল আলমসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মহাপরিচালক পরে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেন।

৯৮৬জন প্রশিক্ষণার্থীর মধ্যে ড্রিল-এ প্রথম স্থান অর্জন করেন মো. রাসেল হোসেন, ফায়ারিংয়ে মো. কবির  হোসেন, চৌকষ প্রশিক্ষণার্থীর পুরস্কার লাভ করেন সুজন লাকড়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর