বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ঢাকায় ভারত মহাসাগরীয় দেশগুলোর নৌবাহিনীর সিম্পোজিয়াম

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় ভারত মহাসাগরীয় দেশগুলোর নৌবাহিনীর সিম্পোজিয়াম

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর নৌবাহিনীর অংশগ্রহণে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ নিয়ে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম গতকাল ঢাকায় র‌্যাডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হয়েছে। আইএসপিআর জানায়, সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক এতে প্রধান অতিথি ছিলেন। এতে ভারত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইরান, কেনিয়া, মালদ্বীপ, পাকিস্তান, থাইল্যান্ডসহ ১১টি দেশের প্রতিনিধি অংশ নেন। এতে সহকারী নৌ-প্রধান (লজিস্টিকস) রিয়ার অ্যাডমিরাল এম মাহবুব-উল-ইসলাম, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী, কমান্ডার ঢাকা নৌ-অঞ্চল রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীম উপস্থিত ছিলেন। এই ওয়ার্কশপ ভারত মহাসাগরীয় অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতায় পারস্পরিক সহযোগিতা এবং প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর