মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই : জমিয়ত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, দুর্নীতি আর অনিয়মের কারণেই দেশে আজ চরম দূরাবস্থার সৃষ্টি হয়েছে। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে চাইলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এ জন্য জমিয়তের সর্বস্তরের নেতা-কর্মীদের সাংগঠনিক নিয়ম মেনে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে হবে। নীলফামারী জেলা জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। কাউন্সিলে মাওলানা ইসমাইল রিয়াজীকে সভাপতি, মুফতি আবদুল্লাহ মঞ্জুরকে সাধারণ সম্পাদক ও মুফতি আবদুল হাফীজকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট নীলফামারী জেলা জমিয়তের তিন বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়। বোরকা পরার কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করার সাহস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা কীভাবে পেলেন প্রশ্ন রেখে জমিয়ত মহাসচিব বলেন, পর্দা ইসলামী শরিয়তের অকাট্য বিধান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর