রাজধানীর হাতিরঝিল ও রামপুরা থেকে সাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। তারা হলেন- আসিফ, আপন ও হোসেন ফকির শাকিল। এ সময় তাদের কাছ থেকে ২৭টি সাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, চক্রটি গত চার বছরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪ শতাধিক সাইকেল চুরি করেছে। চক্রের সদস্যরা রেস্টুরেন্ট, মার্কেট, কাঁচাবাজার কিংবা মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের সাইকেল টার্গেট করত। টার্গেট সাইকেলে তালা না থাকলে তারা নিমিষেই চুরি করে নিয়ে যেত। তালা থাকলেও বিশেষ কায়দায় চোখের পলকেই ভেঙে ফেলতে পারে তারা। ১২-১৩ জনের চক্রটি মগবাজার, রামপুরা, মতিঝিল, বাড্ডা, মুগদা এলাকায় সাইকেল চুরির নেটওয়ার্ক গড়ে তুলে। পুলিশ বলছে, হাতিরঝিলের মধুবাগ এলাকায় চোরাই সাইকেল কেনাবেচা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে আসিফ ও আপনকে গ্রেফতার করা হলে তারা সাইকেল বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের সূত্র ধরে মধুবাগ থেকে শাকিলকে গ্রেফতার এবং তার দোকান থেকে চোরাই সাইকেল জব্ধ করা হয়। পরে শাকিলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রামপুরার একটি গুদাম থেকে আরও ২৭টি চোরাই সাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মধুবাগে গ্রেফতার শাকিলের সাইকেল মেরামতের ওয়ার্কশপ রয়েছে। তিনি এই চক্রের সদস্যদের কাছ থেকে অল্প দামে চোরাই সাইকেল কিনে তার গুদামে রেখে মেরামত করে কিংবা যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে নিজের দোকানে রেখে বিক্রি করত। চোরাই সাইকেলের সংখ্যা বেশি হলে বংশালে একটি দোকানে পাঠিয়ে দিত। সেই দোকানের মালিককেও গ্রেফতারে অভিযান চলছে। সাইকেল চুরি সংক্রান্ত জিডির সূত্র ধরে এবং গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উদ্ধার সাইকেলগুলোর প্রকৃত মালিককে খুঁজে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
চার বছরে ৪০০ সাইকেল চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর