রাজধানীর হাতিরঝিল ও রামপুরা থেকে সাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। তারা হলেন- আসিফ, আপন ও হোসেন ফকির শাকিল। এ সময় তাদের কাছ থেকে ২৭টি সাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, চক্রটি গত চার বছরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪ শতাধিক সাইকেল চুরি করেছে। চক্রের সদস্যরা রেস্টুরেন্ট, মার্কেট, কাঁচাবাজার কিংবা মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের সাইকেল টার্গেট করত। টার্গেট সাইকেলে তালা না থাকলে তারা নিমিষেই চুরি করে নিয়ে যেত। তালা থাকলেও বিশেষ কায়দায় চোখের পলকেই ভেঙে ফেলতে পারে তারা। ১২-১৩ জনের চক্রটি মগবাজার, রামপুরা, মতিঝিল, বাড্ডা, মুগদা এলাকায় সাইকেল চুরির নেটওয়ার্ক গড়ে তুলে। পুলিশ বলছে, হাতিরঝিলের মধুবাগ এলাকায় চোরাই সাইকেল কেনাবেচা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে আসিফ ও আপনকে গ্রেফতার করা হলে তারা সাইকেল বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের সূত্র ধরে মধুবাগ থেকে শাকিলকে গ্রেফতার এবং তার দোকান থেকে চোরাই সাইকেল জব্ধ করা হয়। পরে শাকিলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রামপুরার একটি গুদাম থেকে আরও ২৭টি চোরাই সাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মধুবাগে গ্রেফতার শাকিলের সাইকেল মেরামতের ওয়ার্কশপ রয়েছে। তিনি এই চক্রের সদস্যদের কাছ থেকে অল্প দামে চোরাই সাইকেল কিনে তার গুদামে রেখে মেরামত করে কিংবা যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে নিজের দোকানে রেখে বিক্রি করত। চোরাই সাইকেলের সংখ্যা বেশি হলে বংশালে একটি দোকানে পাঠিয়ে দিত। সেই দোকানের মালিককেও গ্রেফতারে অভিযান চলছে। সাইকেল চুরি সংক্রান্ত জিডির সূত্র ধরে এবং গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উদ্ধার সাইকেলগুলোর প্রকৃত মালিককে খুঁজে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
শিরোনাম
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
চার বছরে ৪০০ সাইকেল চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর