রাজধানীর হাতিরঝিল ও রামপুরা থেকে সাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। তারা হলেন- আসিফ, আপন ও হোসেন ফকির শাকিল। এ সময় তাদের কাছ থেকে ২৭টি সাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, চক্রটি গত চার বছরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪ শতাধিক সাইকেল চুরি করেছে। চক্রের সদস্যরা রেস্টুরেন্ট, মার্কেট, কাঁচাবাজার কিংবা মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের সাইকেল টার্গেট করত। টার্গেট সাইকেলে তালা না থাকলে তারা নিমিষেই চুরি করে নিয়ে যেত। তালা থাকলেও বিশেষ কায়দায় চোখের পলকেই ভেঙে ফেলতে পারে তারা। ১২-১৩ জনের চক্রটি মগবাজার, রামপুরা, মতিঝিল, বাড্ডা, মুগদা এলাকায় সাইকেল চুরির নেটওয়ার্ক গড়ে তুলে। পুলিশ বলছে, হাতিরঝিলের মধুবাগ এলাকায় চোরাই সাইকেল কেনাবেচা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে আসিফ ও আপনকে গ্রেফতার করা হলে তারা সাইকেল বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের সূত্র ধরে মধুবাগ থেকে শাকিলকে গ্রেফতার এবং তার দোকান থেকে চোরাই সাইকেল জব্ধ করা হয়। পরে শাকিলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রামপুরার একটি গুদাম থেকে আরও ২৭টি চোরাই সাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মধুবাগে গ্রেফতার শাকিলের সাইকেল মেরামতের ওয়ার্কশপ রয়েছে। তিনি এই চক্রের সদস্যদের কাছ থেকে অল্প দামে চোরাই সাইকেল কিনে তার গুদামে রেখে মেরামত করে কিংবা যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে নিজের দোকানে রেখে বিক্রি করত। চোরাই সাইকেলের সংখ্যা বেশি হলে বংশালে একটি দোকানে পাঠিয়ে দিত। সেই দোকানের মালিককেও গ্রেফতারে অভিযান চলছে। সাইকেল চুরি সংক্রান্ত জিডির সূত্র ধরে এবং গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উদ্ধার সাইকেলগুলোর প্রকৃত মালিককে খুঁজে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
চার বছরে ৪০০ সাইকেল চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর