রাজধানীর হাতিরঝিল ও রামপুরা থেকে সাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। তারা হলেন- আসিফ, আপন ও হোসেন ফকির শাকিল। এ সময় তাদের কাছ থেকে ২৭টি সাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, চক্রটি গত চার বছরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪ শতাধিক সাইকেল চুরি করেছে। চক্রের সদস্যরা রেস্টুরেন্ট, মার্কেট, কাঁচাবাজার কিংবা মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের সাইকেল টার্গেট করত। টার্গেট সাইকেলে তালা না থাকলে তারা নিমিষেই চুরি করে নিয়ে যেত। তালা থাকলেও বিশেষ কায়দায় চোখের পলকেই ভেঙে ফেলতে পারে তারা। ১২-১৩ জনের চক্রটি মগবাজার, রামপুরা, মতিঝিল, বাড্ডা, মুগদা এলাকায় সাইকেল চুরির নেটওয়ার্ক গড়ে তুলে। পুলিশ বলছে, হাতিরঝিলের মধুবাগ এলাকায় চোরাই সাইকেল কেনাবেচা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে আসিফ ও আপনকে গ্রেফতার করা হলে তারা সাইকেল বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের সূত্র ধরে মধুবাগ থেকে শাকিলকে গ্রেফতার এবং তার দোকান থেকে চোরাই সাইকেল জব্ধ করা হয়। পরে শাকিলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রামপুরার একটি গুদাম থেকে আরও ২৭টি চোরাই সাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মধুবাগে গ্রেফতার শাকিলের সাইকেল মেরামতের ওয়ার্কশপ রয়েছে। তিনি এই চক্রের সদস্যদের কাছ থেকে অল্প দামে চোরাই সাইকেল কিনে তার গুদামে রেখে মেরামত করে কিংবা যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে নিজের দোকানে রেখে বিক্রি করত। চোরাই সাইকেলের সংখ্যা বেশি হলে বংশালে একটি দোকানে পাঠিয়ে দিত। সেই দোকানের মালিককেও গ্রেফতারে অভিযান চলছে। সাইকেল চুরি সংক্রান্ত জিডির সূত্র ধরে এবং গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উদ্ধার সাইকেলগুলোর প্রকৃত মালিককে খুঁজে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক