রাজধানীর হাতিরঝিল ও রামপুরা থেকে সাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। তারা হলেন- আসিফ, আপন ও হোসেন ফকির শাকিল। এ সময় তাদের কাছ থেকে ২৭টি সাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, চক্রটি গত চার বছরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪ শতাধিক সাইকেল চুরি করেছে। চক্রের সদস্যরা রেস্টুরেন্ট, মার্কেট, কাঁচাবাজার কিংবা মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের সাইকেল টার্গেট করত। টার্গেট সাইকেলে তালা না থাকলে তারা নিমিষেই চুরি করে নিয়ে যেত। তালা থাকলেও বিশেষ কায়দায় চোখের পলকেই ভেঙে ফেলতে পারে তারা। ১২-১৩ জনের চক্রটি মগবাজার, রামপুরা, মতিঝিল, বাড্ডা, মুগদা এলাকায় সাইকেল চুরির নেটওয়ার্ক গড়ে তুলে। পুলিশ বলছে, হাতিরঝিলের মধুবাগ এলাকায় চোরাই সাইকেল কেনাবেচা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে আসিফ ও আপনকে গ্রেফতার করা হলে তারা সাইকেল বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের সূত্র ধরে মধুবাগ থেকে শাকিলকে গ্রেফতার এবং তার দোকান থেকে চোরাই সাইকেল জব্ধ করা হয়। পরে শাকিলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রামপুরার একটি গুদাম থেকে আরও ২৭টি চোরাই সাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মধুবাগে গ্রেফতার শাকিলের সাইকেল মেরামতের ওয়ার্কশপ রয়েছে। তিনি এই চক্রের সদস্যদের কাছ থেকে অল্প দামে চোরাই সাইকেল কিনে তার গুদামে রেখে মেরামত করে কিংবা যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে নিজের দোকানে রেখে বিক্রি করত। চোরাই সাইকেলের সংখ্যা বেশি হলে বংশালে একটি দোকানে পাঠিয়ে দিত। সেই দোকানের মালিককেও গ্রেফতারে অভিযান চলছে। সাইকেল চুরি সংক্রান্ত জিডির সূত্র ধরে এবং গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উদ্ধার সাইকেলগুলোর প্রকৃত মালিককে খুঁজে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
চার বছরে ৪০০ সাইকেল চুরি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর