জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশ আজ বৈশ্বিক সংকট ও বাজার সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের বাজারে অস্থিতিশীলতা এবং বিএনপি-জামায়াত সংবিধান বানচালের চক্রান্তের মুখে দাঁড়িয়ে আছে। তাদের সরকার উৎখাতের হুঙ্কারের সঙ্গে সাম্প্রদায়িক জঙ্গিদের উত্থান ঘটেছে। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপনের পরিচালনায় বক্তব্য রাখেন কাজী সালমা সুলতানা, আমিনুল আজিম বনি, ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ সুমন, প্রদীপ কুমার রায় প্রমুখ।