শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

গুচ্ছ অধিভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে মাইগ্রেশন বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল খুলনা প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। তারা বলেন, গুচ্ছ পরীক্ষা চার মাস আগে শেষ হলেও ভর্তি পরীক্ষা শুরু হয়েছে নভেম্বর মাস থেকে। এখন হঠাৎ করেই জানুয়ারিতে ক্লাস শুরু করার জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অধিক সংখ্যক সিট এখনো শূন্য রয়েছে। গুচ্ছের অযৌক্তিক সিদ্ধান্তের জন্য শিক্ষার্থীদের যে সব ক্ষতি হবে তা মানববন্ধনে শিক্ষার্থীরা তুলে ধরেন। তারা আরও বলেন, অযৌক্তিক সিদ্ধান্তে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার পথে ক্ষতির মুখোমুখি হবে। চলমান প্রক্রিয়ায় সিট পূরণ করে ক্লাস ফেব্রুয়ারিতে শুরু হলে শিক্ষার্থীরা উপকৃত হবেন। তারা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালু করে ও সিট ফাঁকা রেখে ভর্তি প্রক্রিয়া বন্ধ না করার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর