শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জনগণের টাকায় প্রযুক্তি কিনে তাদেরই দমন করছে সরকার : মান্না

নিজস্ব প্রতিবেদক

জনগণের টাকায় প্রযুক্তি কিনে তাদেরই দমন করছে সরকার : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ইন্টারনেটে গোয়েন্দা নজরদারিতে ইসরায়েলের কোম্পানি থেকে বাংলাদেশ সরকারের অত্যাধুনিক প্রযুক্তি কেনার বিষয়ে সে দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে তা উদ্বেগজনক। তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীনদের হাতে দেশের জনগণের কোনো মৌলিক অধিকারই সুরক্ষিত নয়। গতকাল এক বিবৃতিতে মান্না আরও বলেন, গত কয়েক বছরে বিরোধী রাজনীতিবিদ, গণমাধ্যমকর্মী এবং ভিন্ন মতাবলম্বীদের ফোনালাপ ফাঁসের ঘটনায় এটা নিশ্চিত করে বলা যায় যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের গোয়েন্দা সংস্থা নজরদারির বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আসছে। ক্ষমতাসীন মহল নিজেদের স্বার্থে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে এ ধরনের নজরদারি প্রযুক্তির যথেচ্ছ ব্যবহার করছে। জনগণের টাকায় এসব প্রযুক্তি কিনে জনগণকেই দমনের জন্য ব্যবহার করছে সরকার।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক মান্না বলেন, ‘এমন প্রযুক্তির ব্যবহারে ব্যক্তিগত তথ্য ও যোগাযোগের গোপনিয়তা, সুরক্ষা এবং বাক ও মতপ্রকাশের স্বাধীনতাসহ জনগণের সাংবিধানিক মৌলিক অধিকার খর্ব করে চলেছে সরকার। সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের প্রযুক্তি ব্যবহারের কথা একরকম স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, সরকার এক্ষেত্রে আইনসিদ্ধ প্রযুক্তি ব্যবহার করছে। আমরা জানতে চাই, কী সেই আইনসিদ্ধ প্রযুক্তি।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর