সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলা পুনঃতদন্ত দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক সাহা হত্যা মামলা পুনঃতদন্ত ও বিচার দাবি করেছেন সাংবাদিক নেতারা। তারা বলেছেন, হত্যাকান্ডে র ১৯ বছরে কারা কেন মানিক সাহাকে হত্যা করল, তা কেউ জানতে পারেনি। এ হত্যাকান্ডে  অর্থ যোগানদাতা ও গডফাদাররাও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। গতকাল সাংবাদিক মানিক সাহার ১৯তম হত্যাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের শহীদ সাংবাদিক বেদিতে খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে কেইউজে ও খুলনা প্রেস ক্লাব পৃথক আলোচনা সভার আয়োজন করে। সংগঠন কার্যালয়ে কেইউজের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. ফারুক আহমেদ।

অন্যদিকে খুলনা প্রেস ক্লাবের সহ-সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা আরও বলেন, খুলনা অঞ্চলে একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটলেও কোনো বিচার হয়নি। এমনকি এসব রহস্য উন্মোচন হয়নি। যে কারণে সাংবাদিক নির্যাতন নিপীড়ন বেড়েই চলছে। উল্লেখ্য, সাংবাদিক মানিক সাহা দৈনিক সংবাদ ও নিউএজ পত্রিকার খুলনার জ্যেষ্ঠ প্রতিবেদক, ইটিভি প্রতিনিধি ও বিবিসি বাংলার খ-কালীন সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। মানিক সাহা ২০০৯ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর