বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

যাত্রা উৎসবের পর্দা নামছে আজ

সাংস্কৃতিক প্রতিবেদক

যাত্রা উৎসবের পর্দা নামছে আজ

নেত্রকোনার রুবেল নাট্য সংস্থা ‘জেল থেকে বলছি’ যাত্রাপালা মঞ্চায়িত হয় -বাংলাদেশ প্রতিদিন

যাত্রাশিল্প উন্নয়ন বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে চলমান ছয় দিনের যাত্রা উৎসবের পর্দা নামছে আজ (বুুধবার)। সমাপনী দিনে মঞ্চায়ন হবে বগুড়ার স্বাধীন বাংলা যাত্রা ইউনিটের ‘সাগর ভাসা’; জামালপুরের ফিরোজ অপেরার ‘লাইলি মজনু’, নিউ জয় অপেরার ‘কাশেম মালার প্রেম’, নিউ নূপুর অপেরার ‘আপন দুলাল’ ও সাতক্ষীরার প্রভা নাট্য সংস্থার ‘ভাত পায় না ভাগের মা’। গতকাল উৎসবের পঞ্চম দিনে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হয় নেত্রকোনার টাইগার রুবেল নাট্য সংস্থার যাত্রাপালা ‘জেল থেকে বলছি’, বগুড়ার সোনালী নাট্য সংস্থার ‘মিলনমালা’, সিরাজগঞ্জের রাজু অপেরার ‘লাইলি মজনু’, ঝিনাইদহের উদয়ন নাট্যগোষ্ঠীর ‘কুরুক্ষেত্রের কান্না’, ময়মনসিংহের সুইস যাত্রা ইউনিটের ‘নিচু তলার মানুষ’ এবং টাঙ্গাইলের তুরাগ বেহুলা অপেরার ‘গুনাই বিবি’।বাংলার চিরায়ত ঐতিহ্যের এই সংস্কৃতির পরিবেশনায় গতকাল শেষ দিনের আগের দিন উৎসবমুখর ছিল শিল্পকলা একাডেমি। দর্শক ও শিল্পীদের পদচারণে দুপুর থেকে রাত পর্যন্ত মুখরিত ছিল শিল্পকলা একাডেমি। আয়োজক কর্তৃপক্ষ শিল্পকলা একাডেমি জানায়, আবহমান বাংলার লোক সংস্কৃতির চিরায়ত ঐতিহ্য হারিয়ে যাওয়া যাত্রাশিল্পকে পুনরুদ্ধারে নিবন্ধনের লক্ষ্যে গত কয়েক বছর ধরে তারা এই উৎসব চালিয়ে আসছে। এতে করে সারা দেশের যাত্রাদল ও শিল্পীদের কাছ থেকে প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে এমনকি রাজধানীর দর্শকরাও যাত্রার প্রতি ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠেছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর