রাজধানীর দারুসসালামে প্রেমিকার বাবা ও দুই ভাইয়ের ছুরিকাঘাতে আহাদ (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গতকাল বিকালে এসব জানান দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার। তিনি জানান, মঙ্গলবার রাতে গাবতলীর প্রথম কলোনিতে প্রেমিকার বাসার সামনে আগে থেকে অবস্থান নেওয়া তরুণ আহাদকে প্রেমিকার বাবা ও দুই ভাই মিলে প্রথমে মারধর করেন। পরে প্রেমিকার এক ভাই তার মাথায় ছুরিকাঘাত করেন। এতে আহাদ গুরুতর আহত হলে তৎক্ষণাৎ তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতেই অভিযান চালিয়ে প্রেমিকার বাবা ও দুই ভাইকে প্রথমে আটক করা হয়। পরে গতকাল সকালে হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এদিকে লাশ আইনি প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মর্গসূত্র জানান, গতকাল বিকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        