শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। দেশের মোট ৫৭টি ভেন্যুতে সকাল ১০টা থেকে এক ঘণ্টার এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন ভর্তিচ্ছু। সে হিসাবে সরকারি মেডিকেল কলেজের প্রতি আসনের বিপরীতে লড়বে ৩২ জন। এ ছাড়া বেসরকারি ৭১টি মেডিকেল কলেজে ভর্তিযোগ্য আসন রয়েছে ৬ হাজার ৭৭২টি। একই ভর্তি পরীক্ষা থেকে বেসরকারি মেডিকেলেও ভর্তি করা হবে শিক্ষার্থী। মেডিকেলে ভর্তি পরীক্ষা নিয়ে গতকাল দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞাসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। মুঠোফোন, ক্যালকুলেটর, হাতঘড়িসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস কেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর