সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

স্বাধীনতার ঘোষণাপত্র আজও বাস্তবায়ন হয়নি

ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের যে অঙ্গীকার ছিল তা আজও বাস্তবায়ন হয়নি। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ যে ভিত্তির ওপরে সংগঠিত হয়েছিল, সে বিষয়গুলো আজ চরমভাবে উপেক্ষিত। সাম্যের বিপরীতে বেড়েছে বৈষম্য, দিন দিন ঘটছে মানবিকতার চরম অবক্ষয় এবং সামাজিক ন্যায়বিচারের পরিবর্তে সর্বত্র বিচারহীনতা প্রতিষ্ঠিত হয়েছে। রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে গতকাল ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘মহান স্বাধীনতার ৫৩ বছর; প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, আবুল কাশেম, অধ্যাপক নাসির উদ্দিন খান, ডা. মো. শহিদুল ইসলাম, মাওলানা আবদুর রাজ্জাক, মো. নূরুজ্জামান সরকার।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর