জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে সরকার যাকে চাইবে সেই নির্বাচিত হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সদিচ্ছা দরকার। দেশের নির্বাচন ব্যবস্থা পক্ষাঘাতগ্রস্ত। নির্বাচন কমিশনারদের শ্রদ্ধা করি। কিন্তু তাদের কাজ করার শক্তি নেই। তাদের হাত-পা বিকলাঙ্গ। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে থানা জাপার সম্মেলনে একথা বলেন তিনি। সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চন্নু, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূইয়া প্রমুখ।