বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ০০:০০ টা

আশুলিয়ায় বিস্ফোরণে আরও দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার মজুদ ও রিফিল কারখানায় বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলেন নুরুন্নবী (১৮) ও বেল্লাল হোসেন (৩৫)। এ নিয়ে ওই ঘটনায় তিনজনের মৃত্যু হলো। এর আগে ১৩ মে সকাল ১০টায় আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম সংলগ্ন তেঁতুলতলার বিল্লালের কারখানায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, আশুলিয়া থেকে দগ্ধ অবস্থায় শিশুসহ চারজন এসেছিল। তাদের মধ্যে শরিফুল ইসলাম নামে এক যুবক সোমবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। মঙ্গলবার রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান নুরুন্নবী। তার শরীরে ৪৩ শতাংশ দগ্ধ ছিল। তার মৃত্যুর কিছু সময় পর বেলাল হোসেনও আইসিইউতে মারা যান। তার শরীরে ৩৬ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দগ্ধ আরও এক শিশু চিকিৎসাধীন আছে। জানা গেছে, নুরুন্নবীর বাড়ি টাঙ্গাইলে এবং বিল্লাল রংপুরের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর