শিরোনাম
শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে পাঁচ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. ইসমাইল, মো. মাইনুদ্দিন ওরফে মাইন, মো. সাকিব, মো. ইয়াছিন আরাফাত এবং মো. রাসেল। বৃহস্পতিবার রাতে নগরীর কোতোয়ালি থানাধীন নতুন রেলওয়ে স্টেশনের সামনে বাস ও ট্রাক পার্কিং এরিয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর বলেন, অভিযুক্তরা বিআরটিসি, স্টেশন রোড ও রিয়াজউদ্দিন বাজারকেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি-পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করে থাকে। বৃহস্পতিবার রাতেও তারা ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর