পানির দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) দুটি ওয়ার্ডের বাসিন্দারা গতকাল সকালে সড়ক অবরোধ করেছেন। পরে তারা ঝাড়– ও কলস হাতে মিছিল করেন।
বন্দর এলাকাভুক্ত নাসিকের ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ঝাড়ু, কলস ও বালতিসহ নানা ধরনের প্ল্যাকার্ড হাতে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় জড়ো হন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অবিলম্বে ওয়াসার পানির সংকট নিরসন করা না হলে নাসিক ভবন ঘেরাও, সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইউসুফ আতিক মানিকের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বন্দর শাহী মসজিদ এলাকার সামশুল হাসান, মনোয়ারা বেগম, রিনা বেগম, বারইপাড়া পঞ্চায়েতের সাধারণ সম্পাদক নূরে আলম, বারইপাড়া যুব সমাজের নেতা শিক্ষক আল আমিন, মো. রায়হান প্রমুখ।
দেড় মাস ধরে বন্দরের দুই ওয়ার্ডের ৭০ হাজার মানুষ পানির কষ্ট করলেও মেয়র কোনো উদ্যোগ নিচ্ছেন না। সমস্যার দ্রুত সমাধান চাই। না হলে আগামী দিনে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেব।