শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মূল্যস্ফীতি রোধ না হলে সব অর্জন ম্লান হয়ে যাবে

সংসদে বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক

মূল্যস্ফীতি রোধ না হলে সব অর্জন ম্লান হয়ে যাবে

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, দেশের বাজারে খাদ্যসহ সব ধরনের নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। সিন্ডিকেট-মূল্যস্ফীতি মোকাবিলা করতে না পারলে সরকারের সব অর্জন ম্লান হয়ে যাবে। গতকাল জাতীয় সংসদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন তিনি। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সংসদে উপস্থিত ছিলেন। বিরোধীদলীয় নেতা বলেন, অব্যাহত মূল্যস্ফীতির কারণে ভোক্তাদের এখন দমবন্ধ হওয়ার মতো অবস্থা। দুঃখজনক বিষয় হচ্ছে, দেশে মূল্যস্ফীতির পেছনে ভূ-অর্থনৈতিক প্রভাব যতটা না কাজ করছে, এর চেয়ে বেশি কাজ করছে অসাধু সিন্ডিকেটদের নৈরাজ্য। মূল্যস্ফীতির চাপ এতটাই ভয়াবহ যে, এটি যে কোনো দেশ, এমনকি বিশ্বের গতিপথ বদলে দিতে পারে। তাই যৌক্তিক মূল্যস্ফীতি মোকাবিলার পাশাপাশি নজর দিতে হবে এসব সুযোগসন্ধানীর দিকে, যারা পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেরা লাভবান হচ্ছেন, বিপদে ফেলে দিচ্ছেন পুরো দেশ ও জাতিকে।

রওশন এরশাদ বলেন, আমাদের প্রতিদিনের রান্নায় ব্যবহৃত কাঁচা মরিচ, আলু, ডিম তো আর ইউক্রেন বা রাশিয়া থেকে আসে না। তাহলে এগুলোর দাম বাড়ায় কে? সরকারের সুষ্ঠু নজরদারি আর দৃঢ় পদক্ষেপের অভাবে খুচরা ব্যবসায়ীরাও অযৌক্তিক দামে পণ্য বিক্রি করছেন। অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজির কারণে প্রতিটি ভোগ্যপণ্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। যাদের কিছু সঞ্চয় আছে, তারা তা-ও ভেঙে ফেলছেন। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এর ফলে যতই উন্নয়নের কথা বলা হোক, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা যদি সহজ না হয়, সাধ্য ও আয়ত্তের মধ্যে না আসে তাহলে এসব উন্নয়ন অনেকের কাছেই অর্থহীন হবে।

শেষ হলো বাজেট অধিবেশন : শেষ হলো ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন। গতকাল রাত ১০টা ১১ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সমাপনী ভাষণ দেন। এর পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাজেট অধিবেশন সমাপ্তি সম্পর্কিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠ করে শোনান। তার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনানো হয়।

২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয় গত ৩১ মে বিকাল ৫ টায়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুযায়ী তার প্রদত্ত ক্ষমতাবলে সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেন। ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করেন। যা পাস হয় ২৬ জুন।  

স্পিকার অধিবেশন সম্পর্কে বলেন, এ অধিবেশনে বাজেটের ওপর ১৮৭ জন সংসদ সদস্য ৩২ ঘণ্টা ৩ মিনিট আলোচনায় অংশ নেন। এ অধিবেশনে ১৪টি সরকারি বিল পাস হয়েছে। মোট কার্যদিবস ছিল ২২দিন। অধিবেশনে অডিট রিপোর্ট পেশ করা হয় ৪৭টি। ৩৩টি নোটিস, প্রধানমন্ত্রীর জন্য ৯৭টি প্রশ্ন আসে তিনি উত্তর দেন ৫৬টি, মন্ত্রীদের জন্য ১৮৮৯ টি প্রশ্ন আসে, তারা উত্তর দেন ১৩৩ টির। এটি ছিল বাংলাদেশের ৫২তম বাজেট ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট ঘোষণা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ বাজেট।

সর্বশেষ খবর