আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪-এর রাজশাহী বিভাগের অডিশনে ইয়েস কার্ড পেয়েছে ১১ জন। ১০ জন নেওয়ার কথা থাকলেও বিশেষ বিবেচনায় ১১ জনকে নেওয়া হয়। বাছাইয়ের শুরুতে ৫০ জনকে নেওয়ার কথা থাকলেও নেওয়া হয় ৫৩ জনকে। সেখান থেকে ১১ জনকে ইয়েস কার্ড দেন বিচারকরা। এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে খুদে হাফেজ প্রতিযোগীরা। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির আয়োজনে হাফেজের মিলনমেলা হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ ‘কুরআনের নূর’-এর রাজশাহী বিভাগের এ অডিশন পর্ব চলে সারা দিন। এতে রেজিস্ট্রেশন করেছিল ৪ শতাধিক। গতকাল সকাল ৯টায় ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’ শিরোনামে রাজশাহী মহানগরীর মালোপাড়ায় দারুল উলুম মাদরাসা চত্বরে শুরু হয় রেজিস্ট্রেশন পর্ব। প্রতিযোগিতার জন্য চারটি বুথে রেজিস্ট্রেশন করা হয় রাজশাহী বিভাগের কুরআনের পাখিদের। এরপর সকাল সোয়া ১০টায় শুরু হয় অডিশন পর্ব। এ সময় ১৫ বছরের কম বয়সী ৩০ পারা হাফেজের সর্ববৃহৎ মিলনমেলায় পরিণত হয় এ প্রতিযোগিতা। এদিন বাছাই পর্বে অংশ নেওয়া রাজশাহী বিভাগের ৪ শতাধিক শিক্ষার্থীর মধ্যে জাতীয় পর্যায়ের জন্য ১১ জনকে ইয়েস কার্ড দেন বিচারকরা। পবিত্র কুরআন শুদ্ধভাবে মুখস্থ, তাজবিদের অনুসরণ, কণ্ঠের মাধুর্য এ বিষয়গুলো প্রাধান্য দিয়েই সেরা হাফেজ নির্বাচন করেন বিচারকরা। বসুন্ধরার জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার রাজশাহী বিভাগের অডিশনের সমন্বয়ক হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন হাবিবি জানান, ছয়জনের বিচারকমণ্ডলী এ প্রতিযোগিতার বাছাই পর্বে ছিলেন। তাঁরা হলেন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মোহাম্মদ শফিউল্লাহ, হাফেজ মাওলানা মুফতি ইয়াকুব আলী, হাফেজ মাওলানা জাকারিয়া হাবিবি, মুফতি মাওলানা আবদুস সবুর ও হাফেজ মাওলানা আবু সাঈদ। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম আহসান-উল-হক জিলানী পুরো অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্বে আছেন।
শিরোনাম
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
রাজশাহীর অডিশন
বসুন্ধরার জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেল ১১ জন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর