বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী মরক্কো। একই সঙ্গে জাতিসংঘসহ বৈশ্বিক প্ল্যাটফরমে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছে দেশটি। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মজিদ হালিম। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগসহ দ্বিপক্ষীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
উভয় পক্ষ দুই বন্ধুত্বপূর্ণ দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।