বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, যারা পালিয়ে গেছে তাদের দোসররা এখনো ষড়যন্ত্র করছে। কিন্তু তা আমরা হতে দেব না। আমাদের জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। গতকাল বরিশালের হিজলা উপজেলা পরিষদ মাঠে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদউল্লাহ।