শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বগুড়ার বাজারে আরেক দফা কমল দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। এদিকে বাজারে সবজির দাম না থাকায় বিপাকে কৃষক। গতকাল বগুড়ার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। জানা গেছে, সপ্তাহের ব্যবধানে বগুড়ার বাজারে আবারও কমেছে সবজির দাম। সাত দিন আগে যে সবজির দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা কেজি তা এখন ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে আগের চেয়ে সরবরাহ আরও বেড়েছে। কৃষকরা বলছেন, সবজি বিক্রি করে খরচের টাকা উঠছে না।
বগুড়া শহরের ফতেহ আলী, রাজাবাজার, কলোনি, খান্দার ও বকশীবাজার ঘুরে দেখা যায়, কাঁচাবাজারে সবজি কেজিতে ৫ থেকে ১০ টাকা দাম কমেছে। বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। যা গত সপ্তাহে ছিল ৩৫ থেকে ৪০ টাকা কেজি। মটরশুঁটি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। যা আগে বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি। বেগুনের দাম কমে ২০ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া ফুলকপি ১০ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা, শিম ২০ থেকে ৩০ টাকা, করলা ৪০ টাকা, পিঁয়াজ ৪৫ টাকা, মুলা ১৫ টাকা, গাজর ২৫ টাকা, মিষ্টি লাউ ৩০ টাকা, শসা ২৫ টাকা, বরবটি ৪০ টাকা, পেঁপে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে পাতাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা।
বগুড়ার রাজাবাজারের সবজি ব্যবসায়ী লাল মিয়া জানান, সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। বাজারে এখন প্রচুর শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে। তিনি বলেন, দাম কমায় বিক্রিও ভালো হচ্ছে।
বাজারে সবজি কিনতে আসা শহরের চেলোপাড়া এলাকার আবদুস সালাম জানান, বাজারে শীতকালীন সবজির সরবরাহ আগের চেয়ে বেড়েছে। যে কারণে দাম কম। সবজির দাম কম হওয়ায় বেশি করে কিনেছি।