নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, রাজনীতি আজ অনেক সংকটময় অবস্থায় রয়েছে। আমরা এখন এক সংকটময় সময় অতিক্রম করছি। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো ঐক্য। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, কোনো কিছুই আমাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারবে না। গতকাল নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাবেক এমপি এবং নারায়ণগঞ্জ নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক এস এম আকরামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, যারা রাজনীতিতে বিবাদ তৈরি করছে, তাদের এখনই আলোচনায় বসা উচিত। দুই পক্ষ একে অপরের মুখোমুখি দাঁড়ালে সংকট আরও বাড়বে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে দেশ ও জনগণের স্বার্থে কাজ করা সহজ হবে। আমি রাজনীতি করছি এবং এর মধ্যেই থাকব। আমার একসময় প্রতিপক্ষ ছিলেন ওবায়দুল কাদের। তার অবস্থান ও আমার অবস্থান ভিন্ন জায়গায় ছিল। কিন্তু আমরা নিজেদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছি।
রাজনীতিতে দুর্নীতি ও অর্থসম্পদের অপব্যবহারের প্রসঙ্গে মান্না বলেন, সাবেক প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন দেশের কী উন্নতি হচ্ছে দেখুন। আমার পিয়নও ৪০০ কোটি টাকার মালিক। এখন আপনারাই প্রশ্ন করুন, কীভাবে এমনটা সম্ভব হলো।
এস এম আকরাম স্মরণ পরিষদের আহ্বায়ক দেলোয়ার হোসেন চুন্নার সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ ও নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        