তিন দিনের ব্যবধানে সোনার দাম বাড়ল ভরিতে ১৮৩২ টাকা থেকে ২৬২৪ টাকা। গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর প্রাইসিং অ্যান্ড মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেটের সোনা ভরিতে ২৬২৪ টাকা বেড়ে দাম হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা। ২১ ক্যারেটের সোনা ২৫০৮ টাকা বেড়ে দাম হয়েছে ১ লাখ ৬০ হাজার ২০৫ টাকা, ১৮ ক্যারেট ২১৩৫ টাকা বেড়ে দাম হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১৮৩২ টাকা বেড়ে ভরিতে দাম হয়েছে ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা। তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।