রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী বাসে গতকাল দুপুরে ভাঙচুর হয়েছে। এ ঘটনায় বাস চালকসহ অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীরা উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সোহাগ মিয়া নামের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী জানান, একটি ট্রাক উত্তরা হাইস্কুলের এক শিক্ষার্থীকে চাপা দেয়। প্রতিবাদে সহপাঠীরা রাস্তা ব্লক করে রাখে।
তখন বিশ্ববিদ্যালয়ের বাস সেখানে পৌঁছালে তারা লুকিং গ্লাস ভেঙে দেয়। প্রতিহত করতে গেলে আশপাশ থেকে লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে এসে সবাইকে এলোপাতাড়ি মারধর করে।
ঘটনার শুরুতে উত্তরা হাইস্কুলের শিক্ষার্থীদের কয়েকজন থাকলেও শেষে বহিরাগতরা যোগ দেন দাবি সোহাগের।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘হামলা বিশ্ববিদ্যালয় টার্গেট করে করা হয়নি। তারা সব বাসেই হামলা করছিল। এ সময়েই বিশ্ববিদ্যালয়ের বাসটি তাদের সামনে পড়ে।’