গাজীপুরে ইমাম মাওলানা রইস উদ্দিন ‘হত্যাকাণ্ড’ নিয়ে পুলিশের বক্তব্য রহস্যজনক অভিযোগ করে ও হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিান্ডেভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। গতকাল বাদ জুমা রাজধানীর সুপ্রিম কোর্ট মাজার মসজিদ থেকে ঢাকা মহানগরের (উত্তর-দক্ষিণ) উদ্যোগে বিান্ডেভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনটির নেতান্ডকর্মীরা।গাজীপুরে মব সৃষ্টি করে তরুণ আলেমে দীন ও সংগঠক মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও বিনা চিকিৎসায় কারা হেফাজতে মৃত্যুর নিরপে তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান নেতারা।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব গোলাম মাহমুদ ভূইয়া মানিক, পীর মাহবুব উল্লাহ, মুহাম্মদ আবদুল হাকিম, ইঞ্জিনিয়ার শামসুল আলম কাজল, ছাত্রসেনার সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন।
রইসকে ছাত্রসেনার নগর দেিণর সাবেক সভাপতি দাবি করে সমাবেশে বক্তারা বলেন, রইস ‘হত্যাকাণ্ড’ সম্পূর্ণ পরিকল্পিত। গত ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রসুলকে নিয়ে ঢাকার সমাবেশে এসেছিলেন মাওলানা রইস উদ্দিন। সেজন্য তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে মতাদর্শের পার্থক্যের কারণে তাকে নির্মমভাবে খুন করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমাদের কাছে স্পষ্ট। কিন্তু পুলিশ আসামি গ্রেপ্তার তো করেনি বরং খুনিদের পে সাফাই গেয়ে রহস্যজনক কর্মকাণ্ডের মাধ্যমে জড়িতদের রার চেষ্টা করছে।