বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়। হামলায় সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে উদীচী ও ছাত্র ইউনিয়নের নেতা-কর্মী রয়েছেন।
গতকাল সন্ধ্যায় শহরের সাতমাথা মোড় ও শহীদ খোকন পার্ক এলাকায় এসব ঘটনা ঘটে। ফ্যাসিবাদবিরোধী মঞ্চের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ করেছেন উদীচীর নেতারা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উদীচী কেন্দ্রীয় সংসদ।
বিবৃতিতে বলা হয়, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত ৩০ লাখ শহীদের রক্ত এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত। একে অবমাননা করার অর্থ স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলা। স্বাধীনতাযুদ্ধের চেতনা ও জাতীয় প্রতীক নিয়ে ধর্মান্ধ গোষ্ঠীগুলোর চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।
বগুড়া উদীচীর সাধারণ সম্পাদক সাহেদুর রহমান বিপ্লব বলেন, ‘আমরা কর্মসূচির স্থান পরিবর্তন করলেও হামলাকারীরা সেখানে এসে পুলিশের উপস্থিতিতেই হামলা চালায়।’ এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতারা দাবি করেন, এ ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।