বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএর) ২০২৫-২৭ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম এবং নির্বাহী সভাপতি হয়েছেন ফজলে শামীম এহসান। গতকাল নারায়ণগঞ্জে বিকেএমইএর প্রধান কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া আগেই পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ২৬ জন।
তারা হলেন- মনসুর আহমেদ, আহসান খান চৌধুরী, বেলায়েত হোসেন, ইমরান কাদের তুর্য, খন্দকার সাইফুল ইসলাম, এম ইসফাক আহসান, মো. আবদুল হান্নান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মহসিন রাব্বানি, শাহরিয়ার সাইদ, মো. জামাল উদ্দিন মিয়া, নন্দ দুলাল সাহা, রতন কুমার সাহা, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, রাজীব চৌধুরী, মিনহাজুল হক, মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া, সালাহ উদ্দিন আহমেদ। এ ছাড়া চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালক পদে রয়েছেন আহেমদ নূর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ফৌজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, আবদুল বারেক, মো. ইয়াসিন।