একাডেমিক কার্যক্রম শুরু, নিরপেক্ষ নতুন তদন্ত কমিটি গঠন ও পাঁচ দফা দাবি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবিতে আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। গতকাল দুপুরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। আন্দোলনরতরা জানান, শিক্ষকদের লাঞ্ছিত করাসহ বিভিন্ন অভিযোগ তুলে গত সোমবার ৩৭ শিক্ষার্থীকে শোকজ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরপরই শিক্ষার্থীদের বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন দাবি করে নতুন করে কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এদিকে কুয়েটে ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও শ্রেণিকক্ষে ফেরেননি শিক্ষকরা। সাধারণ শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের নৃশংস হামলা ও কিছু শিক্ষার্থীর হাতে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের পর থেকে ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।