নারায়ণগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় গতকাল তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস কারাভোগের আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- হাজী আ. লতিফ ভূইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী শামীম হোসেন, তার দুই সহযোগী নাজমুল এবং জিলকদ।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর সাজ্জাদ হোসেন সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারায়ণগঞ্জের একটি কলেজের ছাত্রী ছিলেন। তার সহপাঠী ও আসামি শামীম হোসেন প্রেমের প্রস্তাব দিলে তিনি সাড়া দেননি। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৬ সালের ১৫ মার্চ সকালে কলেজের প্রধান ফটকের সামনে থেকে তাকে অপহরণ করেন শামীম ও তার দুই সহযোগী নাজমুল ও জিলকদ এবং অজ্ঞাত একজন। এরপর তারা পালাক্রমে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় একই বছরের ১৭ মার্চ ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।