বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) দুই অংশ রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মারামারিতে জড়িয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে একাংশের আয়োজিত সংবাদ সম্মেলন ঘিরে এ মারামারি। এতে বেশ কয়েকজন আহতও হয়েছেন। পরে বিকালে দুই পক্ষই আলাদা সংবাদ সম্মেলন করেছে।
জানা যায়, সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজ উল ইসলাম ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলামের ডাকে বায়রার সাধারণ সদস্যরা উপস্থিত হয়েছিলেন। কিন্তু ১১টার কিছুক্ষণ পর ডিআরইউর সাগর-রুনি হলে হইচই শুরু হয়। এরপর রিয়াজ উল ইসলাম, ফখরুল ইসলামসহ তাঁদের সঙ্গে থাকা বেশ কয়েকজনের সঙ্গে বায়রার অন্য পক্ষের সদস্যরা তর্কে জড়ান। এরপর শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম আহত হন।
দুই দফায় মারামারির পর বেলা ৩টার দিকে ডিআরইউর সাগর-রুনি হলে সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘আমরা চাই মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের কর্মীদের জন্য দ্রুত উন্মুক্ত হোক। অতীতের পুনরাবৃত্তি দেখতে চাই না।’ অন্য পক্ষ বেলা সাড়ে ৩টার দিকে শফিকুল কবির মিলনায়তনে পাল্টা সংবাদ সম্মেলন করে। সেখানে আল আকাবা অ্যাসোসিয়েটের স্বত্বাধিকারী আতিকুর রহমান আতিক বলেন, ‘শ্রমবাজার নিয়ে ষড়যন্ত্র করার জন্যই সংবাদ সম্মেলন (ফখরুল ইসলাম অংশ) করছে। তারা আওয়ামী লীগের দোসর। সিন্ডিকেটের ধুয়া তুলে এ শ্রমবাজার বন্ধ করতে চায়।’