সারা দেশে কারারক্ষী ও নারী কারারক্ষী পদে নিয়োগের জন্য বাছাই পরীক্ষা চলছে। ৩০৫টি শূন্যপদের বিপরীতে সারা দেশ থেকে আবেদন পড়েছে প্রায় ৫০ হাজার ৩০০টি। ৩০৫টি পদের মধ্যে নারী কারারক্ষী নেওয়া হবে ১২৯ জন। এর মধ্যে রাজশাহীতে চলছে নিয়োগ প্রক্রিয়া। শত শত আবেদনকারীর উপস্থিতিতে কারারক্ষী নিয়োগের যাচাইবাছাই পরীক্ষা চলছে। সেখানে জানা গেল আগে স্থানীয় প্রশাসন এ নিয়োগ প্রক্রিয়ার ধাপগুলো দেখত। এই প্রথমবারের মতো ঢাকা থেকে পাঁচ সদস্যের নিয়োগ বোর্ড বিভাগীয় পর্যায়ে গিয়ে আবেদনকারীদের কয়েক ধাপে প্রাথমিক যোগ্যতা যাচাই করেছেন। নিয়োগ বোর্ডের সদস্যরা বলছেন, ৫ আগস্টের পর দেশের কয়েকটি কারাগারে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এই অভিজ্ঞতা থেকে বন্দির চেয়ে বলিষ্ঠ, স্বাস্থ্যবান ও সুঠাম দেহের কারারক্ষী নিয়োগের প্রচেষ্টা চলছে। শারীরিক কসরতের ধাপে উত্তীর্ণদের এরপর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এসব প্রক্রিয়ায় যারা উত্তীর্ণ হচ্ছে, তাদের পরবর্তী লিখিত পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হচ্ছে।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোস্তফা কামালের নেতৃত্বে পাঁচ সদস্যের নিয়োগ বোর্ড সার্বক্ষণিক মাঠে উপস্থিত থেকে যাচাইবাছাই পরীক্ষা নেন। কমিটির অন্য সদস্যের মধ্যে একজন ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব ও অপরজন ছিলেন পিএসসির রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের প্রধান।