পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকার অর্থনীতির চাকা সচল করতে কাজ করছে। বিগত সরকারের সময় থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড মন্থর হয়ে পড়ে, যা বেকারত্বের হারকে ঊর্ধ্বমুখী করেছে। অর্থনীতি পুরোপুরি মেরামত করতে পারলে সরকার মেগা প্রকল্পের দিকে নজর দেবে। সরকার উন্নয়ন কার্যক্রমের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি প্রকল্পের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ প্রকল্প নিয়েও কাজ করছে। গতকাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ : জেলা ও উপজেলা পর্যায়ের ফলাফল শীর্ষক প্রচার ও তথ্য উপস্থাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, বরিশাল মূলত কৃষিনির্ভর অঞ্চল। এ অঞ্চলের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কিন্তু নদীতে অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে জলাবদ্ধতা তৈরি ও পানির প্রবাহ ক্ষতিগ্রস্ত হওয়া, নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি, জমির উর্বরতা কমে যাওয়া এবং কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহার না করার ফলে কৃষি উৎপাদন কমে যাচ্ছে।
তিনি জানান, সরকার কৃষির সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মইনুল হক আনছারী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক শহীদুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।