যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে সরকার। তাদের প্রত্যেকেই কারাগারে অন্তত ২০ বছর কারাদণ্ড ভোগ করেছেন। গতকাল বাংলাদেশ কারা অধিদপ্তরের এআইজি (প্রিজনস) জান্নাত-উল-ফরহাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘টুয়েন্টি ইয়ারস রুল’ অনুযায়ী যারা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং রেয়াতসহ অন্তত ২০ বছর সাজা ভোগ করেছেন, তাদের আবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতির ক্ষমার অধীনে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির সুযোগ থাকে। এ বন্দিরা শৃঙ্খলা রক্ষা, ভালো আচরণ এবং সংশোধনের প্রমাণ রাখার পরই নিয়ম অনুযায়ী মুক্তি পেলেন।
এ পদক্ষেপকে মানবিকতা ও পুনর্বাসনের নীতির অংশ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। তারা বলছেন, দীর্ঘমেয়াদি বন্দিজীবন শেষে সংশোধিত বন্দিদের মুক্তি সামাজিক পুনঃসম্পৃক্তির সুযোগ সৃষ্টি করে। এ ছাড়া কারাগারের অতিরিক্ত চাপ কমাতেও এমন সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে।