চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানা এলাকা থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য সুজন বড়ুয়াকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সুজন খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থানার সাঁওতালপাড়ার অশোক বড়ুয়ার ছেলে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে জালালাবাদ কুলগাঁওয়ে অভিযান চালিয়ে সুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে লক্ষ্মীছড়ি থানায় চুরি এবং নাশকতার দুটি মামলার তথ্য পাওয়া গেছে।
আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে বায়েজীদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।