চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশে আসা বৈদেশিক ঋণের চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ ঋণ শোধ করতে হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে বাংলাদেশ মাত্র ২০ কোটি ডলার বৈদেশিক ঋণ গ্রহণ করেছে। বিপরীতে ঋণ পরিশোধে গেছে ৪৪ কোটি ৬৬ লাখ ডলার। এর মধ্যে ৩২ কোটি ৭৭ লাখ ডলার আসল এবং ১১ কোটি ৮৯ লাখ ডলার সুদ বাবদ পরিশোধ করা হয়েছে। গত বছরের একই সময়ে ঋণ পরিশোধ হয়েছিল প্রায় ৩৮ কোটি ডলার। স্থানীয় মুদ্রায় হিসাব করলে, জুলাইয়ে ঋণ পরিশোধে খরচ হয়েছে ৫ হাজার ৪৪৭ কোটি টাকা, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ১ হাজার কোটি টাকা বেশি। ইআরডি সূত্র জানায়, জুলাই মাসে বিদেশি ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে মাত্র ৮ কোটি ডলারের। তবে কয়েক বছর ধরেই ঋণ পরিশোধের চাপ বাড়ছে। অন্যদিকে, প্রকল্প অনুমোদনে বাড়তি যাচাই-বাছাইয়ের কারণে নতুন ঋণ ছাড় কমে গেছে বলে ইআরডির কর্মকর্তারা মনে করেন। গত ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের বার্ষিক বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ইতিহাসে প্রথমবারের মতো ৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ গত অর্থবছরে উন্নয়ন সহযোগীদের কাছে আসল ও সুদ বাবদ প্রায় ৪ হাজার ৮৭ কোটি ডলার পরিশোধ করেছে। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ ঋণ পরিশোধের রেকর্ড। এটি আগের অর্থবছরে (অর্থবছর-২৪) প্রদত্ত পরিশোধের পরিমাণ ৩ হাজার ৩৭২ কোটি ডলার থেকে ২১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইআরডির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অর্থবছর ২০২৪-২৫ এ আসল পরিশোধ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৫ কোটি ডলার। এটি আগের অর্থবছরের (অর্থবছর-২৪) ২০২ কোটি ডলারের তুলনায় ২৮ দশমিক ৮ শতাংশ বেশি। সুদ পরিশোধের পরিমাণও বৃদ্ধি পেয়ে হয়েছে ১ হাজার ৪৯১ কোটি ডলার, যা অর্থবছর ২০২৩-২৪ এর ১ হাজার ৩৪৯ কোটি ডলারের তুলনায় ১০ দশমিক ৫ শতাংশ বেশি। ইআরডি কর্মকর্তারা জানান, গত এক দশকে বিভিন্ন বড় প্রকল্প ও বাজেট সহায়তার জন্য নেওয়া বিদেশি ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়ায় ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে। ঋণ পরিশোধ বৃদ্ধি পেলেও ২০২৪-২৫ অর্থবছরে নতুন বৈদেশিক ঋণ চুক্তি ও ঋণ বিতরণ উভয়ই কমেছে।
শিরোনাম
- গাজার ৮০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে: জাতিসংঘের প্রতিবেদন
- গোল্ডেন ভিসাধারীদের জন্য নতুন সিদ্ধান্ত নিল আমিরাত
- ১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
- কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা জব্দ
- মিরপুরে গুদামে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
- বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
- দুই গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে হারল ব্রাজিল
- মেলোনির সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
- গাজায় প্রকাশ্যে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ফিফা বিশ্বকাপের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ৬০ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা
- নবীনগরে বিলে কাজ করার সময় পানিতে ভেসে নিখোঁজ ১
- ট্রাকচাপায় নিহত শিবচরের দুই ছাত্রদল নেতার বাড়িতে শোকের মাতম
- বাগেরহাটে একদিনে যুবদল নেতাসহ ৩ খুন
- যখনই নির্বাচন হোক বিএনপির ভূমিধস বিজয় হবে : দুদু
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪১
- দুর্নীতিবাজদের সেফ এক্সিট দরকার হয়, আমাদের নয় : ধর্ম উপদেষ্টা
- ইনুর মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর
- কোন পদ্ধতিতে ভোট হবে সিদ্ধান্ত নেবে জনগণ : ডা. জাহিদ
- বুধবার থেকে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে কারাগারে
- হঠাৎ লাইভে এসে বিস্ফোরক মন্তব্য মাদাগাস্কারের পলাতক প্রেসিডেন্টের
এক অর্থবছরে ঋণ পরিশোধের রেকর্ড
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

গাজার ৮০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে: জাতিসংঘের প্রতিবেদন
৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক
৩৫ মিনিট আগে | জাতীয়