ভোক্তা পর্যায়ে আরেক দফা কমিয়ে সমন্বয় করা হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুলাইয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১ টাকা ৮৪ পয়সা কমে হয়েছে ৬২ টাকা ৪৬ পয়সা।
গতকাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এ দাম ঘোষণা করেন। গতকাল সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়।
বিইআরসি চেয়ারম্যান বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়া নিয়ে ঝুঁকি ছিল। আপাতত তা না থাকায় এলপিজির দাম বাড়েনি। এ ছাড়া গত জুনের তুলনায় সৌদি সিপির দাম ২৫ ডলার কমে যাওয়ায় এলপিজির মূল্য কমেছে।
সেই সঙ্গে ডলারের মূল্য অপরিবর্তিত রয়েছে।
এ ছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজিপ্রতি ১১৩ টাকা ১৯ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ৮৯ পয়সা নির্ধারণ করেছে কমিশন।