মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমি-সংক্রান্ত বিরোধে সাহেব আলী নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মদিনা নগর মসজিদের পাশে ঘটনাটি ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী স্বপনসহ তার লোকজন সাহেবকে কুপিয়ে হত্যা করেছে। নিহতের ছেলে সোহাগ শেখ জানান, প্রতিবেশী স্বপনসহ অন্যরা বাবাকে কুপিয়ে আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে রাত সোয়া ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ওসি হাবিবুর রহমান জানান, সাহেব আলী নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পুলিশের একাধিক টিম কাজ করছে।