রাজধানীর গেন্ডারিয়ায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় নাগমনি (১৭) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে গেন্ডারিয়া ৩ নম্বর ওয়ারীর সিটি কলোনির বাসায় এ ঘটনা ঘটে। নাগমনির বাবা বিকৃষ্ণা জানান, গলায় ফাঁস নেওয়া নাগমনিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গেন্ডারিয়া থানার এসআই রিপন ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল নাগমনি। কিন্তু সে অকৃতকার্য হয়। এতে অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে নাগমনি। ঢামেক মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এদিকে পৃথক ঘটনায় আরও দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন-ডেমরায় বোরহান উদ্দিন (২৮) ও রামপুরায় মো. হারুন (৬৫)। গত বৃহস্পতিবার রাতে ডেমরার মিরপাড়া শিকদার পাম্পের পাশে রমজান পরিবহন বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বোরহান উদ্দিনের মৃত্যু হয়। তিনি পিকআপ চালক ছিলেন। তার বাবার নাম শফর উদ্দিন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। বোরহানের স্বজন সোহেল বলেন, বোরহান একটি বরফ ও ককশিট ফ্যাক্টরির পিকআপ চালক ছিলেন। রাতে ডিউটি শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় বাসটি স্থানীয়রা আটক করেছেন। এছাড়া গতকাল দুপুরে রামপুরার উলন রোডে নির্মাণাধীন তিন তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে শ্রমিক হারুনের মৃত্যু হয়েছে। তার প্রতিবেশী মো. জাহিদুল ইসলাম বলেন, হারুন পেশায় কনস্ট্রাকশন ঠিকাদার। উলন রোডে তিন তলা বাড়ির ছাদের অংশবর্ধিতকরণের কাজ চলছিল। সেখানে হারুন সেন্টারিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে মারা যান। হারুনের বাড়ি চাঁদপুরে। রামপুরায় ওই বাড়িতেই তিনি ভাড়া থাকতেন।