জাতিসংঘের এসডিজি লক্ষ্যমাত্রা পূরণের রূপরেখা প্রণয়নে অনুষ্ঠিত হয়েছে সাসটেইনেবিলিটি সামিট-২০২৫। গতকাল রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আকিজ বশির গ্রুপ ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের যৌথ উদ্যোগে এ সামিট অনুষ্ঠিত হয়।
সামিটে তিনটি কি-নোট সেশন, তিনটি প্যানেল আলোচনা, দুটি ইনসাইট সেশন ও একটি কেস স্টাডির আয়োজন করা হয়। এতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিনিধি, নীতিনির্ধারক, জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সামাজিক উদ্যোক্তারা অংশ নেন। তারা ব্যবসায়িক খাত এবং উদ্ভাবনের ক্ষেত্রে টেকসই উন্নয়ন নিয়ে অগ্রগামী আলোচনার পাশাপাশি পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ সিইও এবং নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব বলেন, সাসটেইনেবিলিটি এখন আর কোনো বিকল্প নয়, এটাই ভবিষ্যৎমুখী ব্যবসার ভিত্তি। এখনই আমাদের সচেতন ও জরুরি পদক্ষেপ নেওয়ার সময়। সামিটে বক্তব্য দেন-লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ইনডিপেনডেন্ট ডিরেক্টর শেহজাদ মুনিম, এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের ইউনেসকো চেয়ার প্রফেসর ড. মোহাম্মদ নুরুন্নবী প্রমুখ।