ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সহযোদ্ধা হিসেবে দেশ গড়ব। দেশ গড়ার জন্য যা কিছু প্রয়োজন একসঙ্গে করব। তা হোক নির্বাচন, হোক আন্দোলন, সংগ্রাম, বিপ্লব। সোমবার রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। মুফতি ফয়জুল করিম বলেন, গত বছর ১ জুলাই থেকে বিপ্লব শুরু হয়েছে। আমরা ৫ জুলাই বরিশাল থেকে ঘোষণা দিয়েছিলাম বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা সম্পৃক্ত। মাঠে-ময়দানে ছিলাম। আমরা সহযোদ্ধা। নাগরিক পার্টির বক্তব্য আমাদের বক্তব্য কাছাকাছি। বৈষম্য দূর করতে চাই। জুলুম, অত্যাচার, অবিচার দেশ থেকে উৎখাত করতে চাই। চাঁদাবাজমুক্ত দেশ গড়তে চাই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করা হচ্ছে। আমাদের লক্ষ্য ৬৪ জেলায় যাওয়া।
যে জেলায় যাচ্ছি সেই জেলার ঐতিহ্যবাহী স্থান, গুরুত্বপূর্ণ জায়গা, মাদরাসা পরিদর্শন করছি, সাক্ষাৎ করছি বিশিষ্টজনদের সঙ্গে। ইসলামী আন্দোলন আমাদের গণ অভ্যুত্থানে শরিক ছিল। শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, এটা শুধু সৌজন্য সাক্ষাৎ। আরেক প্রশ্নের উত্তরে নাহিদ বলেন, আমরা নির্বাচনি আসনের ভাগবাটোয়ারার রাজনীতিতে বিশ্বাসী নই। সোমবার রাত ৯টায় চরমোনাই মাদরাসায় এনসিপির নেতারা আসেন।