বিদেশে উচ্চশিক্ষার প্রলোভনে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ১৮ কোটি টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক খালিদ সাইফুল্লাহ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্লাহর আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। এ মামলায় অভিযোগ করা হয়, আসামি বাশার, তার স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলেছে সাধারণ ছাত্রছাত্রীদের। উচ্চশিক্ষার জন্য ১৪১ শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর কথা বলে তারা ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নিয়েছে।
এ ঘটনায় গত ৪ মে সিআইডির এসআই রুহুল আমিন বাদী হয়ে মামলাটি করেন।
এদিকে বাশারের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে মানববন্ধন করেছেন কয়েক শ ভুক্তভোগী। এ সময় তারা বাশারের বিরুদ্ধে বক্তব্য দেন। বাশারের দেওয়া বিভিন্ন ভুয়া চেকের কাগজ দেখান। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীদের বাশারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।