রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় শামীম সরণির চার তলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। গতকাল সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। দ্রুতই আগুন নিভিয়ে ফেলা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) মো. আনোয়ারুল ইসলাম দোলন।
তিনি বলেন, আগুনের ঘটনায় কোনো হতাহত নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।