চট্টগ্রামের বোয়ালখালী থেকে তানজু আক্তার (২৭) নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার কলরডেঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তানজু আক্তার কলরডেঙ্গা গ্রামের প্রবাসী মো. নুরুন্নবীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী নুরুন্নবী রাতে স্ত্রীকে ফোনে না পেয়ে প্রতিবেশীকে খোঁজ নিতে বলেন। তিনি তানজুকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে তাকে অচেতন অবস্থায় পেয়ে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীদের ধারণা, বিষপানে আত্মহত্যা করেছেন তানজু।
বোয়ালখালী থানার ওসি লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।