লোকগীতি গেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা হলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী অনসূয়া ভট্টাচার্য। গত ২৩ আগস্ট গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত চূড়ান্ত পর্বে আট বিভাগের নয় প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হন আজিজুল হক কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অনসূয়া। তাঁর হাতে বিজয়ী স্মারক তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ।
ও পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।