প্রায় এক মানুষসমান লম্বা কলার কাঁদি। প্রতিটি কাঁদিতে ২২০ থেকে ২৫০টি পর্যন্ত কলা ঝুলছে। গাঢ় সবুজ পাতার আড়ালে বিশালাকৃতির কলাগুলো খেতেও সুস্বাধু।
খুলনায় প্রথমবারের মতো নতুন প্রজাতির জি-নাইন কলা চাষে সাফল্য পেয়েছেন উদ্যোক্তা চাষি মধুসূধন গোলদার। অনেকটা শখের বসেই খুলনার বটিয়াঘাটার ঝড়ভাঙ্গা গ্রামে নিজ বাড়ির সামনের পতিত জমিতে ১০০টি জি-নাইন কলার চারা রোপণ করেন তিনি। ছয়-সাত মাসের মধ্যে বিশাল কাঁদিতে কলা ফলতে শুরু করে।
মধুসূধন গোলদার বলেন, প্রতিটি গাছে পাঁচ ফুটের বেশি লম্বা কলার কাঁদি ঝুলছে। এত বিশাল কলার কাঁদি দেখে অবাক এলাকাবাসী। দেশি জাতের বাইরে নতুন প্রজাতির কলা গাছ রোপণের সময় অনেকে একে পাগলামি বলেছেন। কিন্তু এখন গাছে গাছে বিশাল কলার কাঁদি দেখে তারাই প্রশংসা করছেন। এটাই আমার আনন্দ।
তিনি বলেন, কাঁদিগুলো এত বড় ও ওজন হয় যে তা ধরে রাখা কলা গাছের পক্ষে সম্ভব হয় না। কাঁদিতে কলা আসতে শুরু করলে কলা গাছগুলো বাঁশ বা কাঠ দিয়ে ঠেকিয়ে রাখতে হয়। তার পরও কলার ওজনে কোনো কোনো গাছ ভেঙে পড়ে। একটি গাছে একসঙ্গে এত কলা গ্রামের কেউ আগে কখনো দেখেননি।
এদিকে বারোমাসি এই জি-নাইন কলা চাষে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে স্থানীয় চাষিদের। এই কলার কোনো বিচি নেই।