রাজশাহী শিক্ষা বোর্ডে ভুয়া সনদকে সঠিক বলে প্রত্যায়ন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসএসসি পরীক্ষায় অংশ না নিলেও শাহীন আলী নামের একজনকে এসএসসি পাসের প্রত্যয়ন দিয়েছে শিক্ষা বোর্ড। তাতে প্রত্যায়নকারী কর্মকর্তা হিসেবে স্বাক্ষর করেছেন রেকর্ড শাখার কর্মকর্তা আলমগীর হোসেন। রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আ. ন. ম. মোফাখখারুল ইসলাম বলেন, এ ঘটনা জানার পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, রাজশাহীর পবা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে নিবন্ধিত হতে দলিল লেখক শাহীন আলী এসএসসির সনদ জমা দেন। তিনি যে সনদটি জমা দিয়েছেন, সেটি রাজশাহী শিক্ষা বোর্ডের। ওই সনদে উল্লেখ ছিল-রোল-৬২৩৭১৩, রেজিস্ট্রেশন নম্বর-৬১৭৩৮২, পাসের সাল-১৯৯৭, বিদ্যালয়-দারুশা উচ্চ বিদ্যালয়। প্রথম দফায় বোর্ডের সংশ্লিষ্ট শাখা থেকে সনদটি ‘সঠিক’ বলে প্রত্যয়ন দেওয়া হয়। শিক্ষা বোর্ডের তিন কর্মকর্তা-রেকর্ড শাখার আলমগীর হোসেন, প্রশাসনিক কর্মকর্তা ফারজানা লতা ও মিন্টু ভুয়া সনদটিকে ‘সঠিক’ বলে প্রত্যয়ন করেন। তবে শাহীন আলীর এক সহপাঠী তার এসএসসি পাস নিয়ে প্রশ্ন তুলতেই শুরু হয় অনুসন্ধান। পরে পবা সাব-রেজিস্ট্রার নিজে শিক্ষা বোর্ডে গিয়ে আবারও যাচাইয়ের অনুরোধ করেন। এবার ডেপুটি কন্ট্রোলার (এসএসসি) মুনজুর রহমান খান যাচাই শেষে প্রত্যয়ন দেন ওই সনদটি ভুয়া। রেকর্ড শাখার কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘ভুলবশত প্রত্যয়নটি দেওয়া হয়েছিল। পরে আমরাই বুঝতে পারি সনদটি ভুয়া।’ ডেপুটি কন্ট্রোলার মুনজুর রহমান খান জানান, সনদটি ভুয়া। প্রথমে রেকর্ড শাখার মিন্টু নামের এক কর্মচারীর ভুলে এমন হয়েছে। বোর্ড তদন্ত করে ব্যবস্থা নেবে।
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফের শুনানি আজ
- পারিবারিক গল্পের সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’
- ইসিবির ২ বছরের চুক্তিতে স্টোকস, আরও আছেন যারা
- হবিগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
- হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ফেসবুকের মতো কভার ফটো ফিচার
- বিচার বিভাগের ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যস্ত হয়েছে
- গাজীপুরে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ, জীবিত উদ্ধার ৩৭টি
- অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্তরায় অতিদারিদ্র্য
- আনিসুলের বান্ধবী তৌফিকার আয়কর নথি জব্দের আদেশ
- মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- ব্যবসা-বিনিয়োগে লাল বাতি
- একটি বন্য ছাগলের আত্মকথা
- ঢাকার বাতাসে মাঝারি দূষণ, কলকাতার অবস্থা ‘খুব অস্বাস্থ্যকর’
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- মুমিনের বিপদ-আপদ পাপমোচনে সহায়ক
- কষ্টার্জিত জয়ে ওয়ানডে সিরিজ শুরু পাকিস্তানের
- বিসিবি থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সালাহউদ্দিন
- প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
- হবিগঞ্জে স্ত্রীকে হত্যা করে আদালতে আত্মসমর্পণ স্বামীর
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান