সমাজমাধ্যম ফেসবুকে ‘বিএনপি মিডিয়া সেল’ নামে একটি গ্রুপে ফেক আইডি ব্যবহার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চট্টগ্রামের আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা যুবদলের সদস্যসচিব ফারুক হোসেন। জিডিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাত ব্যক্তি বা একটি চক্র ভুয়া ফেসবুক গ্রুপ ও আইডির মাধ্যমে আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের ভাবমূর্তি নষ্ট করতে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। একই সঙ্গে চট্টগ্রাম-১৩ এলাকায় একটি চাঁদাবাজ চক্র রাতের আঁধারে স্লোগান ও সশস্ত্র মহড়ার মাধ্যমে অস্থিরতা তৈরি করছে।
উপজেলা যুবদলের সদস্যসচিব ফারুক হোসেন বলেন, ভুয়া আইডি ও গ্রুপ ব্যবহার করে নেতাদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তাই বিষয়টি আনুষ্ঠানিকভাবে থানায় জানানো হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি যাচাইবাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।