১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:০৪

করোনা আতঙ্ক: টয়লেট পেপার ছিনতাই করে আটক ২

অনলাইন ডেস্ক

করোনা আতঙ্ক: টয়লেট পেপার ছিনতাই করে আটক ২

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে অস্ত্রের মুখে টয়লেট পেপার ছিনিয়ে নেওয়ার পর দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে অন্তত এক হাজার সিঙ্গাপুরি ডলার মূল্যমানের টয়লেট পেপার উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার স্থানীয় সময় ভোর ৬টার দিকে শহরের মং কক এলাকার একটি দোকানে টয়লেট পেপার ডেলিভারি দিতে এসেছিলেন এক কর্মী। এ সময় অস্ত্রের মুখে তার কাছ থেকে অন্তত ৫০টি প্যাকেট ছিনিয়ে নেয় তিন ডাকাত। অবশ্য কয়েক ঘণ্টা পরেই তাদের দুইজন আটক করে হংকং পুলিশ।

সংশ্লিষ্টরা জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বাজারে পণ্য সংকট দেখা দেবে ধারণা থেকেই টয়লেট পেপারগুলো ছিনিয়ে নিয়েছিল ডাকাতরা। বাজারে এর ঘাটতি দেখা দিলে তখন বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল তাদের। এ ঘটনার জন্য ডাকাতদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।


বিডি-প্রতিদিন/মাহবুব

 

সর্বশেষ খবর