মহামারী করোনাভাইরাসের কারণে চীনে ১৫০টি হিলটন হোটেল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। চাহিদা কমে যাওয়ায় এবং জনসমাগমস্থলে ভাইরাস ছড়াতে পারে এমন উদ্বেগের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে ভার্জিনিয়া ভিত্তিক হিলটন কোম্পানি।
৩০০০০ কক্ষ সংবলিত চীনের সেই ১৫০টি হোটেল বিশ্বব্যাপী হিলটন কোম্পানির মোট সম্পত্তির আড়াই শতাংশ। বিশ্বের ১১৭টি দেশে ১৮ ব্রান্ডের মোট ৬০০০ প্রতিষ্ঠান হিলটনের মালিকানা ও ব্যবস্থাপনায় রয়েছে।
হিলটন ওয়ার্ল্ডওয়াইড হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক ক্রিস্টোফার জে. নেসেটা বলেছেন, আমাদের কর্মী ও অতিথিদের নিরাপত্তা ও সুস্বাস্থ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছি।
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে আজ সোমবার পর্যন্ত মারা গেছে ১৭৭০ জন এবং আক্রান্ত হয়েছে মোট ৭০ হাজার ৫৪৮ ব্যক্তি।
সূত্র: ফোর্বস সাময়িকী
বিডি প্রতিদিন/ফারজানা